পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সিলেট, ময়মনসিংহ, বরিশাল এলাকায় বৃষ্টি একটু বেশি হবে।
Published : 13 Feb 2024, 10:16 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ কাটার পর হালকা বৃষ্টির আভাস থাকলেও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা নেই; যে কারণে গরম কমতে আরও অপেক্ষায় থাকতে হবে। এখন বর্ষাকালের শেষের দিক হওয়ায় তাপমাত্রার বিষয়টা হল- বৃষ্টি যতক্ষণ হবে, আবহাওয়া ঠাণ্ডা থাকবে, বলছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
বুধবার লঘুচাপ কেটে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “বৃষ্টি না থাকলে তাপমাত্রা বেড়ে যাবে। এক্ষেত্রে দেশের যেসব এলাকায় বৃষ্টি হবে কাল (বৃহস্পতিবার) থেকে, ওইসব এলাকার তাপমাত্রা একটু সহনীয় থাকবে।"
পূর্বাভাস অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল এলাকায় বৃষ্টি একটু বেশি হবে। ঢাকায় হয়তো হালকা বৃষ্টি হবে। তবে মূল কথা হল, বৃহস্পতিবার থেকে বৃষ্টিটা একটু বাড়বে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে আরও দুই মাস অপেক্ষা করার কথা বলেছেন আবহাওয়াবিদ বজলুর।
"এখন তো সেপ্টেম্বর, বাতাসে হিউমিডিটি বেশি। অক্টোবরের শেষের দিকে বাতাসের গতি ঘোরা শুরু করবে। তখন হিউমিডিটি কমবে, আবহাওয়াও ঠাণ্ডা হবে," যোগ করেন তিনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)