এক্ষেত্রে প্রতিটি শ্রেণিতে নির্ধারিত আসনের অতিরিক্ত একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষণ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
Published : 04 Mar 2025, 05:18 PM
জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলে ভর্তিতে ৫ শতাংশ কোটার সংরক্ষণের সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন আদেশে প্রতিটি শ্রেণিতে নির্ধারিত আসনের অতিরিক্ত একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষণ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আগের আদেশ বাতিল করে সোমবার নতুন আদেশ জারি করা হয়। মঙ্গলবার আদেশটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সরকারি মাধ্যমিক-১ অধিশাখার উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত নতুন আদেশ অনুযায়ী, “জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।“
এ আদেশ কেবলমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে বলেও আদেশে জানানো হয়েছে।
ভর্তিতে যা যা প্রয়োজন
• আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
• এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
• অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোন অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “যারা জুলাই-অগাস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে…এদের সংখ্যাও আসলে খুব কম। মাত্র বারো হাজার পাঁচশ।
“এই কারণে ১২ হাজার ৫০০ মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি কোনোভাবেই কোটার সঙ্গে তুলনীয় নয়।”
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জারি করা এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
সোমবার জারি করা ওই আদেশটি বাতিল করা হয়েছে।