পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “যেসব দেশ ওয়াক আউট করেছে তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলও যে ছিল, তা জানানো দরকার।”
Published : 21 Feb 2025, 09:55 PM
মরক্কোতে একটি আয়োজনে ইসরায়েলি প্রতিনিধির বক্তৃতার সময় কয়েকটি দেশ ওয়াকআউট করলেও বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দেয়নি বলে যে অভিযোগ করা হচ্ছে, তা উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার এ বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ওয়াকআউটে অংশগ্রহণ ছিল বাংলাদেশেরও।
মঙ্গলবার মরক্কোর মারাক্কেশ শহরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ ‘গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ ইসরায়েলি প্রতিনিধির বক্তৃতার সময় তুরস্ক, জর্ডান এবং আয়ারল্যান্ডের প্রতিনিধির ওয়াকআউটের একটি ভিডিও প্রকাশ পায়।
সংবাদমাধ্যম মিডলইস্ট আই প্রকাশিত ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তাদের ওয়াকআউটের সময় কী হচ্ছে, তা বুঝে উঠার চেষ্টা করছিলেন বাংলাদেশের প্রতিনিধি। তিনি শেষ পর্যন্ত ওয়াকআউট করেছিলেন কিনা, তা ভিডিও দেখে বোঝা যাচ্ছিল না।
কিন্তু ফিলিস্তিনিদের অধিকারের সবসময় সরব থাকা বাংলাদেশের প্রতিনিধি ‘ওয়াকআউট করেননি’ বলে সমালোচনা শুরু হয়।
এমন প্রেক্ষাপপটে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, “কোনো কোনো মহল ১৮ ফেব্রুয়ারি মরক্কোতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ইসরায়েলি প্রতিনিধির বক্তৃতা ঘিরে তাৎক্ষণিক ওয়াকআউটের ভুল ব্যাখ্যা করছে।
“যেসব দেশ ওয়াক আউট করেছে তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলও যে ছিল, তা জানানো দরকার।”
ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিনিদের প্রসঙ্গে এবং ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর অন্যান্য দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সর্বজনবিদিত।
“এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।”