"বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাস মালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল!
Published : 30 May 2024, 09:49 PM
ঈদে বাড়তি ভাড়া আদায়, ফিটনেসহীন বাস চলাচল, স্টিয়ারিংয়ে অপ্রাপ্ত বয়স্ক মানুষসহ বাসে যেসব অনিয়ম রয়েছে, তার সবই জানেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বছরের পর বছর এই চিত্র না পাল্টানোয় অসহায়ত্বও প্রকাশ করেছেন তিনি। সমালোচনা করেছেন বাস মালিকদের মানসিকতার, তবে নিজের দায় দায়িত্ব নিয়ে বলেননি কিছু।
কোরবানির ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ভবনে মন্ত্রীর সভাপতিত্বে বৈঠক বসে। সেখানে এসব প্রসঙ্গ তোলেন তিনি।
কাদের বলেন, "গাড়ি রংচং সমাধান না। প্রথম প্রয়োজন ফিটনেস, লক্কর ঝক্কর গাড়ি রং দিয়ে কী হবে? আমি চাই ফিটনেস, জীর্ণ শীর্ণ গাড়িগুলোর দিকে তাকানো যায় না।"
তরঙ্গ প্লাসসহ কয়েকটি বাসের নাম উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাস মালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল! বারবার ভিজিট করেছি কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই।"
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী ও বিআরটিসি চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে সিটি করপোরেশন, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে সমাধানের নির্দেশও দেন মন্ত্রী।
ঈদে প্রতি বছর বাসে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সে বিষয়ে কাদের বলেন, "অতিরিক্ত ভাড়া দাবি করলে সাধারণ মানুষ বিপদে পড়ে। ঘরমুখো মানুষের বাড়ি যেতে হবে, সে ভাড়া দিকে হয়ত তাকিয়ে থাকবে না।”
বাসে অতিরিক্ত ভাড়া সরকারি সংস্থা বিআরটিসির বাসেও আদায় হয়, এই বিষয়টিও উল্লেখ করলেন তিনি।
সড়ক মন্ত্রী বলেন, "জনস্বার্থে ভাড়ার বিষয়ে তদারকি করতে হবে। গাজীপুর ও চালনা থেকে গার্মেন্টস কর্মীদের জন্যে বিআরটিসি গাড়ি দিতে হবে।”
বাসে অপ্রাপ্তবয়স্ক চালক, চালাকের বদলে তার সহকারীর স্টিয়ারিং হাতে বসার বিষয়টিও জানেন কাদের। তিনি বলেন, “বিআরটিসির দিকে তাকালে দেখি কিশোর বয়সী, অল্পবয়সী ড্রাইভাররা বসে। হেলপার ড্রাইভার হলে দুর্ঘটনা ঘটে, বিশেষ করে দূরপাল্লায় যখন এরা চালায়, তখন (দুর্ঘটনা) ঘটার সম্ভাবনা বেশি।"
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর প্রশংসাও করেন সড়ক মন্ত্রী। বলেন, “"উনার (এনায়েত) গাড়ি ঠিক আছে, ওই গাড়িগুলোর ফিটনেস থাকে। কিন্তু অন্যদের থাকে না।"