তবে বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগ করছেন না, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তার নামই শোনা যাচ্ছে।
Published : 10 Aug 2024, 04:57 PM
প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা বলেছেন, শনিবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘সংস্কারের’ যে দাবি উঠেছে, তার ধাক্কায় দেশের সর্বোচ্চ আদালতে এই পরিবর্তন এল।
তবে আপিল বিভাগের সাত বিচারকের মধ্যে বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। বিচারপতি মো. আশফাকুল ইসলামই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আপিলেট ডিভিশনের অন্যান্য যে বিচারকরা আছেন তাদের পদত্যাগের দাবি আছে বলে আমি শুনেছি। আমি শুনেছি, টেলিভিশনের স্ক্রলে দেখছি যে অন্যান্যরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগপত্র এখনো আইন মন্ত্রণালয়ে আসে নাই।”
নতুন প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি একটা জিনিস বলব যে আমি অবশ্যই প্রধান বিচারপতির মতামত গ্রহণ করব। ওনার মতামত গ্রহণ করা সাপেক্ষে কনসার্ন যারা আছেন তাদের সবার বিবেচনা সাপেক্ষে আমার মন্ত্রণালয়ের যদি কোনো রোল থাকে এ ব্যাপারে আমরা চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষ যেন প্রধান বিচারপতি নিয়োগ পায়।”
শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আন্দোলনকারীরা শনিবার আপিল বিভাগের সব বিচারকের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘোরাও করে।
তাদের দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
এনেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা স্লোগান তোলেন– 'এক দুই তিন চার, বিচারপতি গদি ছাড়', 'হাসিনার দালালেরা হুঁশিয়ারি সাবধান', 'অ্যাকশন অ্যাকশন বিচারপতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, বিচারপতির ভবন ঘেরাও হবে’।
প্রধান বিচারপতি সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করলেও আন্দোলনকারীরা ঘেরাওয়ের ডাক দেওয়ার পর তা স্থগিত করা হয়।
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আর বিকালে প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা।
আরো পড়ুন