প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার পাশাপাশি সেতু বিভাগের সিনিয়র সচিবও ওএসডি হলেন।
Published : 18 Sep 2024, 05:50 PM
সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের এ কর্মকর্তা ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দপ্তর, প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতি আর ব্যাপক রদবদল অব্যাহত আছে।
প্রশাসনে পালাবদলের মধ্যেই এবার সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকেও ওএসডি করা হল।
আরও পড়ুন-