সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য ছাড়া হয়; আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইনে উন্মুক্ত করা হবে।
Published : 02 Jun 2024, 11:13 AM
কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে; প্রথম দেড় ঘণ্টায় বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের নয় হাজার টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
গত কয়েকবারের মত এবারো টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। রোববার বিক্রি হচ্ছে আগামী ১২ জুনের টিকেট।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য ছাড়া হয়; আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইনে উন্মুক্ত করা হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, “টিকেট বিক্রির প্রথম দিনে চাহিদা খারাপ না। সব টিকেটই বিক্রি হয়ে যাবে।"
আগামী ১৭ জুন ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে রেল কর্তৃপক্ষ। সে অনুযায়ী আগাম টিকেট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হবে যাত্রার ১০ দিন আগে।
গত ২৮ মে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম ট্রেনের আগাম টিকেট বিক্রির সময়সূচি ঘোষণা করেন।
কবে মিলবে কোন তারিখের টিকেট
রোববার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে রাজশাহীর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী স্টেশনের, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে রংপুর স্টেশনের, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার স্টেশনের এবং উপবন এক্সপ্রেস ট্রেনের সিলেট স্টেশনের সব শ্রেণির সব টিকেট বিক্রি হয়ে গেছে।
ওই সময়ের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা ও এসি বার্থ, একতা এক্সপ্রেস ট্রেনের এসি সিট, দ্রুতযান এক্সপ্রেস ট্রেন স্নিগ্ধা ও এসি বার্থ, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা ও এসি বার্থ, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণির বার্থ, তূর্ণা এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ শ্রেণির সব টিকেট বিক্রি হয়ে যায়।
অবশ্য বিভিন্ন রুটের কিছু ট্রেনের টিকেট তখনও অবিক্রিত দেখাচ্ছিল।
নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। ঈদ উপলক্ষে এবার বিভিন্ন রুটে ২০টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।
প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি করবে রেলওয়ে। নন-এসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
ফিরতি যাত্রার আগাম টিকেট বিক্রি হবে আগামী ১০ জুন থেকে। সেদিন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকেট।
পরদিন ১১ জুন বিক্রি হবে ২১ জুনের টিকেট, ১২ জুন দেওয়া হবে ২২ জুনের টিকেট, ১৩ জুন বিক্রি হবে ২৩ জুনের টিকেট এবং ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকেট।