বাহিনীর প্রায় সব পর্যায়ে বর্তমানে রদবদল চলছে।
Published : 31 Aug 2024, 02:19 PM
রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশে যে ব্যাপক রদবদল চলছে, সেই সুযোগে ‘শাস্তিমূলক বদলির’ কথা বলে প্রতারক চক্র অর্থ হাতানোর চেষ্টা করছে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের পাঠানো এক বার্তায় বলা হয়, “একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।"
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণ সংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়। এখনো পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে।