গত চার দিন ধরে দেশের অধিকাংশ থানার কার্যক্রম অচল হয়ে রয়েছে।
Published : 10 Aug 2024, 12:49 AM
গণ আন্দোলনে সরকার পতনের আগে ও পরে বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র সেনা ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলে।"
গত ৫ জুলাই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশের স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ শুরু হয়।
এছাড়া বিভিন্ন কারাগারে হামলা, অস্ত্র লুটের ঘটনার পাশাপাশি সুযোগ বুঝে কয়েদিরাও পালিয়ে যায় অনেক জায়গায়।
এ অবস্থায় গত চারদিন ধরে দেশের অধিকাংশ থানার কার্যক্রম কার্যত অচল হয়ে রয়েছে। সেই সঙ্গে পুলিশ সদস্যদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
থানা এবং কারাগার থেকে বেহাত হওয়া এসব অস্ত্র দিয়ে অপরাধীরা নানা ধরনের ঘটাতে পারে বলে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
এরমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে। সেনা টহলও বাড়ানো হয়েছে।