মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবার পরিবার হুমকি-ধমকি পাচ্ছে বলে অভিযোগ করেছে গারো ছাত্রদের সংগঠন বাগাছাস।
Published : 30 May 2024, 05:07 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগের দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন-বাগাছাস।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জন জেত্রা ও সাধারণ সম্পাদক অলিক মৃ এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
গত ২৮ মে দুপুরে ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক গারো শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় শিশুটির পরিবারের করা মামলায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগাছাসের বিবৃতিতে বলা হয়, “ভিকটিমের পরিবার বলছে, মামলা তুলে নিতে তারা হুমকি-ধমকি পাচ্ছেন। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষকরা একের পর এক পার পেয়ে যাচ্ছে। এ কারণে দেশে নারীর ওপর যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।
“বাগাছাস এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সেইসঙ্গে গ্রেপ্তার কিশোরের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।”