তাদের বিরুদ্ধে গণআন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ ও সরকারি প্রকল্পে লুটপাটসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 09 Apr 2025, 06:08 PM
কক্সবাজার-২ আসনের সাবেক এমপি আশেক উল্লাহ রফিকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত বুধবার এ আদেশ দিয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- আশেক উল্লাহর স্ত্রী স্ত্রীর সাহেদা নাসরীন, মহেশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতার।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
সেখানে বলা হয়, তাদের বিরুদ্ধে গণআন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, বার ও ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা আয়বহির্ভূত অর্থ ও সম্পদ গোপন করেছেন, যা নিয়ে তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাদের বিদেশ যাত্রা ঠেকানো না গেলে দুদকের অনুসন্ধান বিঘ্নিত হবে।