পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের সেবা দেবে ইসি।
Published : 12 Feb 2025, 10:01 PM
জুলাই অভ্যুত্থানে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের স্মার্ট কার্ড ও জাতীয় পরিচয়পত্র দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
এদিন পঙ্গু হাসপাতালে মোট ২০ জনের মধ্যে ১৭ জনকে স্মার্ট কার্ড এবং ১৮ বছরের নিচে তিনজনকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়ে। তবে ১৮ বছরের কম বয়সী এ তিনজন আপাতত ভোট দিতে পারবেন না।
হুমায়ুন কবীর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে গিয়ে স্মার্ট কার্ড প্রদান করা হবে।
“বাংলাদেশের যেকোনো হাসপাতালে গণঅভ্যুত্থানে আহত কোনো শিক্ষার্থী বা নাগরিক যদি এখনও অসুস্থ অবস্থায় থাকেন এবং তারা যদি এনআইডি সেবা না পেয়ে থাকেন তাহলে আমরা সেটা পৌঁছে দেব।”
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট চট্টগ্রামে আহত হয়েছিলেন রনি। চিকিৎসকরা জানিয়েছেন তার বাম হাত কখনও ঠিক হবে না। স্মার্ট কার্ড পেয়ে নিজের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষের অধিকার ফিরে পেলে কষ্ট সার্থক হবে। আমরা চাই না বিগত সরকারের মত আর কোনো সরকার এমন কিছু করুক, যাতে আমাদের আবার রাস্তায় নামতে হয়।”