তাদের একজন ছিলেন পোশাককর্মী, অন্যজন ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন।
Published : 16 Dec 2024, 01:19 PM
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ও হাতিরঝিলে রোববার পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুজন খুন হয়েছেন।
দুজনের মধ্যে মো. রাকিব নামের ২৪ বছর বয়সী এক পোশাককর্মীকে রোববার রাতে ছুরিকাঘাত করা হয়। আর খাবার সরবরাহকারী (ক্যাটারিং) এক কোম্পানির কর্মী হাবিবউল্লাহ হাবিব (১৮) রোববার ভোরে মগবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু সোমবার জানিয়েছেন, ওই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আসামি ধরতে তারা কাজ করছেন।
নিহত পোশাককর্মী রাকিবের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় ‘হেলপার’ হিসেবে কাজ করতেন। স্ত্রী শিউলি আক্তার আর একমাস বয়সী মেয়েকে নিয়ে গাজীপুরেই থাকতেন রাকিব। ঢাকার মগবাজারে তিনি এসেছিলেন খালু রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে।
ভ্যানচালক রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, হাতিরঝিল থানা রোডে ভাড়া বাসায় থাকেন তিনি। রাকিব আগে এক সময় বড় মগবাজার এলাকায় থাকতেন, সেখানে তার কিছু বন্ধু-বান্ধবও আছে।
রোববার সন্ধ্যায় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে খালুর বাসা থেকে বের হন রাকিব। পরে খালুকে ফোন করে মগবাজারের মাজার গলিতে এসে দেখা করে কিছু টাকা চেয়ে বলেন, বন্ধুদের সঙ্গে পার্কে বেড়াতে ঘুরতে। খালু রফিকুল তাকে দুইশ টাকা দিয়ে দ্রুত বাসায় ফিরতে বলেন।
রফিকুল জানান, তিনি রাত সোয়া ১০টার দিকে খবর পান, রাকিবকে এলাকার কয়েকজন যুবক ছুরি মেরে রাস্তায় ফেলে গেছে। স্থানীয়রা তাকে প্রথমে পাশের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
এদিকে ক্যাটারিং কোম্পানির কর্মী হাবিব উল্লাহ গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ফিরে ভোরে মগবাজারের কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পথরোধ করে ছুরিকাঘাত করে বলে জানান তার বাবা নায়েব আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নায়েব আলী সাংবাদিকদের বলেন, হাবিব গত ছয়মাস ধরে মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকার একটি ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন। রোববার ভোরে তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরেন।
ভোরে বাসে মগগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় নেমে কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন হাবিব। তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা, সে সময় তার মাথাসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে তারা।
স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।