ভ্যানচালক বাবার ভাষ্য, “কীভাবে এ অবস্থা হল, কিছুই বুঝতে পারছি না।”
Published : 21 Dec 2024, 09:29 PM
রাজধানীর কদমতলী জামতলা এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
কদমতলী থানার এসআই শফিকুল ইসলাম বলেন, “শনিবার বিকাল সোয়া ৪টার দিকে জামতলা তুষারধারা আবাসিক এলাকায় ভাড়া বাসার সামনে থেকে বেলাল নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।”
১২ বছরের শিশুটি মাদ্রাসায় পড়ত। তার বাবা মো. আলম ভ্যান চালান।
স্বজনদের উদ্ধৃত করে এসআই বলেন, “বেলালকে বাসার পাশের খালি জায়গায় বেলা সাড়ে ১১টার দিকে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলতে দেখেন এলাকাবাসী।
“পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।”
তিনি সাংবাদিকদের বলেন, “বেলাল জামতলা এলাকার মার্কাজুল জান্নাত মাদ্রাসায় হিফজ পড়ত। বাসা থেকেই মাদ্রাসায় যাতায়াত করত সে।
“শনিবার সকালেও সে মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বেরোয়। বেলা সাড়ে ১১টার দিকে বাসার পাশে খালি জায়গায় বাঁশের সঙ্গে ঝুলতে দেখে লোকজন পরিবারকে খবর দেয়। কীভাবে এ অবস্থা হল, কিছুই বুঝতে পারছি না।”