“এই দলের প্রতি আমাদের, বিশেষ করে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানাই,” বলেন তিনি।
Published : 28 Feb 2025, 06:54 PM
অধিকার আদায়ের জন্য মাঠে নামা মানুষের ওপর যেন আর রক্তপাত না হয়, নতুন দল জাতীয় নাগরিক পার্টির কাছে সেই প্রত্যাশা রাখলেন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী।
শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “এই দেশে ১৯৭১ সালে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা চাই না। নব্বইয়ে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা আর চাই না। এই চব্বিশে রক্তক্ষরণ হয়েছে, জুলাই বিপ্লবে, সেই রক্তক্ষরণ আমরা চাই না।”
দলটির প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, “আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সমর্থন থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। আমি চাই, আমার দেশ যেন এই দলের কাছে নিরাপদ থাকে। এই দল আরও ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে এই শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানাই।”
‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান হচ্ছে। সেখানে হাজির হয়েছেন জুলাই শহীদদের স্বজন ও জুলাই যোদ্ধারা।
অনুষ্ঠানে শহীদ পরিবারের মধ্যে থেকে জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বক্তব্য দেন। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই-অগাস্ট গণআন্দোলনে হত্যাযজ্ঞের উদাহরণ টেনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সিরিয়াল কিলার’ অভিহিত করেন তিনি।
নওশের আলী বলেন, “আমার পরিচয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে ছোট যে শিশু, ছয় বছরের সেই জাবির ইব্রাহিমের বাবা। আমার জাবির, এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না। গত ১৫ বছর, সেই ফ্যাসিবাদী শেখ হাসিনা, আমি তাকে বলব সিরিয়াল কিলার। সে ১৫ বছর আগে ৫৭ জন সেনা সদস্যকে হত্যার করে তার হত্যাযজ্ঞ শুরু করে। ৫ অগাস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে। সুতরাং সে হল সিরিয়াল কিলার।”
নওশের আলীর বক্তব্যের সময় গোপালগঞ্জ থেকে অনুষ্ঠানস্থলে একটি মিছিল আসার ঘোষণা দেন অনুষ্ঠানের ঘোষক। তিনি বলেন, “প্রিয় উপস্থিতি আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। করতালি দিয়ে স্বাগত জানাই।
“আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আওয়ামী লীগের গোপালগঞ্জ নয়। এই গোপালগঞ্জ শহীদ আবু সাঈদদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনার করার মাধ্যমে।”