চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা তার এক স্বজনের।
Published : 07 Oct 2024, 01:25 AM
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার অদূরে কুপিয়ে আওয়ামী লীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে।
রোববার রাতে মীর হাজীরবাগ এলাকায় নিহত মো. জাহাঙ্গীর (৪৫) আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
তার স্বজনরা বলছেন, তিনি সাবেক কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুর দেহরক্ষী ছিলেন।
মীর হাজীরবাগ এলাকায় এক ব্যক্তিকে হত্যার তথ্য পাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহম্মেদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ভাতিজা মো. রুবেল বলেন, বাসার অদূরে আবু হাজী গলিতে সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে জাহাঙ্গীরকে কী কারণে হত্যা করা হল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি স্বজনরা।
রুবেল বলছেন, চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে।
তিনি বলেন, জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি সাবেক কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুর দেহরক্ষী হিসেবেও কাজ করেন।
হাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের (মিরহাজীর বাগ-দোলাইরপাড়) কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ওই এলাকায় জাহাঙ্গীরদের নিজেদের বাড়ি রয়েছে। তার বাবা প্রয়াত ফজর আলী।