ঘটনাগুলো ঘটে সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক নিচে। এসব ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Published : 16 Jul 2024, 09:53 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী রক্তাক্ত সংঘাতের মধ্যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনে ‘কে বা কারা’ দুটি বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
ঘটনাগুলো ঘটে সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক নিচে। এসব ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। এই আন্দোলনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।
দিনভর আন্দোলেনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সব বয়সী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
এই আন্দোলনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী, পথচারীসহ ছয়জনের প্রাণ গেছে।
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারসমর্থক সংগঠনের কর্মীদের সংঘর্ষের এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় বিজিবি নামানো হয়েছে।