স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
Published : 10 Dec 2024, 11:05 PM
ছাত্র-জনতার আন্দোলনের সময় করা মামলায় গ্রেপ্তার করা পুলিশের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
এই চার কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (পুলিশ সুপার পদমর্যাদা) মো. জসীম উদ্দীন মোল্লা, গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাসহ ১৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রজ্ঞাপন বলা হয়েছে।
এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অতিরিক্ত উপ কমিশনার মো. রফিকুল ইসলামের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার একটি হত্যা মামলায় ১৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কারণে সেদিন থেকে তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত অবস্থা থাকাকলে তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা থাকবেন বলে প্রজ্ঞপনে বলা হয়েছে।
সহকারী কমিশনার তানজিল আহমেদকে গত ১৫ অক্টোবর গ্রেপ্তারের কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার তানজিলকে সাময়িক বরখাস্তের আদেশ সেদিন থেকে কার্যকর হবে। এ সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার একটি হত্যা মামলার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
গত ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, গ্রেপ্তারের দিন থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। একইসঙ্গে এ সময় তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।