এর আগে ঢাকার আদালতে দুটি মামলায় টেলিভিশন স্টেশনটির বিরুদ্ধে মানহানির ক্ষতিপূরণ হিসেবে পৃথকভাবে ৫০০ কোটি টাকা দাবি করে ওরিয়ন গ্রুপ।
Published : 27 Sep 2024, 12:49 AM
ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন ব্যবসায়িক গোষ্ঠী ওরিয়ন গ্রুপের কর্মীরা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী তারা মানববন্ধন করেন বলে ওরিয়ন গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে দাবি করা হয়, ইনডিপেনডেন্ট টেলিভিশন ‘হলুদ সাংবাদিকতা’ করছে। এ টিভি স্টেশনে সম্প্রচারিত ‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদনগুলোর প্রতিবাদে এ মানববন্ধন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওরিয়ন বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, কিন্তু ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিত্তিহীন প্রতিবেদনে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।”
এর আগে ওরিয়ন গ্রুপ ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে দুটি পৃথক মামলা করে। গত ২০ ও ২৪ সেপ্টেম্বর দুটি মামলায় মানহানির ক্ষতিপূরণ হিসেবে পৃথকভাবে ৫০০ কোটি টাকা করে দাবি করা হয়।
ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত খবরের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, “২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রকাশিত একটি প্রতিবেদনে ওরিয়নের বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য প্রকাশ করা হয়।
“প্রতিবেদনে দাবি করা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করেছে। ওরিয়ন এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কঠিনভাবে প্রত্যাখ্যান করছে। ওরিয়ন বিপিডিবি’র চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে এবং ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।”
আরেকটি প্রচারিত খবরের বিষয়ে বলা হয়, “ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা খবরের মাধ্যমে জাতীয় অবকাঠামো প্রকল্পগুলোর সুনাম নষ্ট করার প্রচেষ্টা করা হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, যা বাংলাদেশের প্রথম সফল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প, তা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হয়। শেয়ারহোল্ডারদের অপসারণ এবং টোল আদায়ের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগগুলোও সম্পূর্ণ মিথ্যা।”
ওরিয়নের ভাষ্য, “এই ধরনের হলুদ সাংবাদিকতা শুধু কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টা নয়, বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও হুমকিস্বরূপ। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং এই ধরনের মানহানিকর প্রচারণা বন্ধে আমরা সচেষ্ট থাকব।”
আরও পড়ুন:
'বানোয়াট খবর': ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়নের আরেকটি মামলা
‘মানহানি’: ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়নের ৫০০ কোটির ক্ষতিপূরণ মামলা