ঢাকার আদালতে আগামী ১০ অক্টোবর এটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে।
Published : 20 Sep 2024, 12:33 AM
মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রচার করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ঢাকার আদালতে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে ওরিয়ন গ্রুপ।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা হয়েছে, যাতে ব্যবসায়িক শিল্পগোষ্ঠী ওরিয়ন গ্রুপের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
বিচারক মামলার আবেদনটি গ্রহণ করেছেন এবং আগামী ১০ অক্টোবর এটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন জেলা আদালতের নাজির মো. আমিনুল ইসলাম।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওরিয়ন গ্রুপ দাবি করেছে, গত ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশন বারবার একটি বিভ্রান্তিকর প্রতিবেদন সম্প্রচার করে যাতে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ আনা হয়। এতে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ওরিয়ন এসব কাজ করেছে এবং তাদের পরিচালিত সাতটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ওরিয়ন গ্রুপ সেগুলো অস্বীকার করে বলেছে, কোম্পানিটি সবসময় জাতীয় নিয়মনীতি পুরোপুরি মেনে শতাধিক অন্য বিদ্যুৎকেন্দের মত একই রকম বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে। নিয়ম মেনেই ২০১১ সাল থেকে ছয়টি অত্যাধুনিক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং সম্পূর্ণরূপে চালু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১৬ দশমিক ৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে।
দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে তাদের প্রতিশ্রুতির প্রমাণ দাবি করে বিজ্ঞপ্তিতে ওরিয়ন বলেছে, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে সেটি যেমন সম্পূর্ণ ভিত্তিহীন, তেমনি এ অর্থ বিদেশে পাচার করার অভিযোগও ঠিক নয়।
যথাসময়ে ব্যবসা পরিচালনার জন্য নেওয়া ঋণ ওরিয়ন পরিশোধ করেছে বলে দাবি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই ও চীনের দুটি বিদেশি কোম্পানির মালিকানা নিয়ে আনা অভিযোগও মিথ্যা। এসব কোম্পানির সঙ্গে ওরিয়নের অংশীদারত্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোম্পানি দুটির কোনোটিতে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান বা কোনো বাংলাদেশি ব্যক্তির মালিকানা নেই। এই কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক শুধু বিদ্যুৎ প্রকল্পের দরপত্রের জন্য ছিল।
বিজ্ঞপ্তিতে ওরিয়ন দাবি করেছে, কোনো রাজনৈতিক অংশীদারত্ব ছাড়াই তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো স্বাধীনভাবে পরিচালিত হয়েছে। এর সঙ্গে বহিরাগত রাজনৈতিক মালিকানাও নেই। ওরিয়নের সব কোম্পানি শুধু চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন। কোম্পানিটির সব বিনিয়োগ বাংলাদেশেই রয়ে গেছে, পাচার করা হয়নি বলেও দাবি করা হয়েছে।
এসব তথ্য তুলে ধরে ওরিয়ন দাবি করেছে, বেসরকারি টেলিভিশন স্টেশনটির মিথ্যা প্রতিবেদনের কারণে ওরিয়ন গ্রুপের সুনাম ও ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে, যে কারণে মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করে মামলা করার আইনগত পদক্ষেপ নিয়েছে।
মানহানির কারণে আদালতে ক্ষতিপূরণের এ মামলার দায়েরের বিষয়টি নিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।