মানহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা দাবি করা হয়েছে।
Published : 24 Sep 2024, 10:37 PM
মিথ্যা ও মানহানিকর খবর প্রচারের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে মানহানির ক্ষতিপূরণ চেয়ে আরেকটি মামলা করেছে ব্যবসায়িক গোষ্ঠী ওরিয়ন গ্রুপ; যাতে ৫০০ কোটি টাকা দাবি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ওরিয়ন গ্রুপ।
মামলায় ওরিয়ন গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিয়ে ‘বানোয়াট’ সংবাদ প্রকাশ করায় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আইনগত এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে ওরিয়নের ছয়টি বিদ্যুৎ কোম্পানি নিয়ে ‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রচার করায় বেসরকারি টেলিভিশন স্টেশন ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর একই আদালতে আরেকটি মামলা করেছিল ওরিয়ন গ্রুপ। সেদিন বিচারক মামলার আবেদনটি গ্রহণ করে সেটির গ্রহণযোগ্যতার ওপর আগামী ১০ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন:
‘মানহানি’: ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়নের ৫০০ কোটির ক্ষতিপূরণ মামলা
ওই মামলাতেও গ্রুপের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয় এবং মানহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা দাবি করা হয়েছিল।
মঙ্গলবার দ্বিতীয় মানহানির মামলার আবেদন করার তথ্য দিয়ে ওরিয়ন গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, “ইনডিপেনডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রতিবেদনে-শেয়ারধারীদের অপসারণ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, টোল আদায়ে অব্যবস্থাপনাসহ বিবিধ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিস দেওয়ার পরও এসব ভুল সংশোধন করেনি ইনডিপেনডেন্ট।
”ফলে নিজস্ব সুনাম রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।”
প্রতিবেদনে তুলে ধরা সব অভিযোগ প্রত্যাখ্যান করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের দাবি শেয়ারহোল্ডারদের অপসারণ, অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বাড়ানো এবং টোল আদায়ে অনিয়মের অভিযোগগুলো সম্পূর্ণ ‘বানোয়াট’।
”বাংলাদেশের প্রথম সফল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের বিশ্বাসযোগ্যতা খর্ব করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টার অংশ হিসেবেই এসব মিথ্যা প্রচার করা হয়েছে।”
এ ধরনের ’মানহানিকর’ সংবাদ প্রচারের ফলে ব্যবসার সুনাম ক্ষুণ্ণ হয়েছে তুলে ধরে মামলায় বলা হয়েছে, “এটি দেশের অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে, যাতে বাধাগ্রস্ত হবে বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়ন।”
এ বিষয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বক্তব্য জানার চেষ্টা চলছে।