আগামী ১২ মার্চ বুধবার থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে, বলা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।
Published : 09 Mar 2025, 08:52 PM
রাজধানীর রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানবাহন চলাচলে পরিবর্তন এনেছে ঢাকা মহানগর পুলিশ।
রোববার এক গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর পুলিশ বলেছে, “প্রতিদিন সকাল এবং বিকালের পিক আওয়ারে ওই সড়কের ওয়াপদা ক্রসিংয়ে যানজট তৈরি হয়।
“যানজট নিরসনকল্পে আগামী ১২ মার্চ বুধবার থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।”
নির্দেশনা বলা হয়েছে-
>> ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেল ক্রসিংগামী যানবাহন ডানে মোড় না নিয়ে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে।
>> রামপুরা ব্রিজ থেকে যানবাহন ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।
>> ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলি) এর যানবাহন ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
এক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।