মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Published : 22 Oct 2023, 08:40 PM
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমু্দ্র বন্দরগুলোতে দেখানো সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি বর্তমানে ভারতের বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। তাই বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা নেই।
তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “লঘুচাপটা স্থল উঠে গেছে। বলা যায়, আগামী ৪-৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।”
রোববার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। এই সময়ে সবচেয়ে বেশি ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের সৈয়দপুরে। সবচেয়ে কম ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)