এমন বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়।
Published : 24 Sep 2024, 12:12 AM
তাপপ্রবাহের মধ্যে ভ্যাপসা গরমে বৃষ্টির আভাস স্বস্তির হলেও আশ্বিনের প্রথম সপ্তাহ শেষে দেশের চার বিভাগে তিন দিন ভারি বৃষ্টি হতে পারে। এজন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে অধিদপ্তরের দেওয়া এ সতর্কতার হিসাবে বলা যায়, চলতি সপ্তাহের মাঝামাঝিতে এমন বৃষ্টি হতে পারে।
সর্তকবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এমন বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয় ওই বার্তায়।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয় অতিভারি বৃষ্টিপাত।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কিশোরগঞ্জের নিকলীতে।
এছাড়া কুমিল্লায় ৪৫, নেত্রকোনায় ৪৪, বান্দরবানে ২৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টি হয়েছে।
এর আগে দিনের বেলায় আবহাওয়াবিদ ওমর ফারুক বৃষ্টির আভাস থাকার তথ্য দিয়ে বলেছিলেন, সোমবার দেশের দক্ষিণাঞ্চলের গরম কমবে আর মঙ্গলবার থেকে সারাদেশের গরমই কমে আসবে।
“বৃষ্টি নাই, সূর্যের কিরণ খাঁড়া ভাবে পড়তেছে-এসব কারণেই গরম বেশি; বৃষ্টি বাড়লেই কমে আসবে।"