তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।
Published : 22 Aug 2024, 01:30 AM
বেসরকারি স্কুলে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে থেকে ১৯ হাজার ৫৮৬ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় তাদের নিয়োগে সুপারিশ করেছে।
প্রার্থীদের এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে সুপারিশপত্র ডাউনলোড করে নির্দিষ্ট প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।
গত ১১ জুন ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করেছিল এনটিআরসিএ।
এর মধ্যে ১৯ হাজার ৫৯৮ জন চাকরি পেতে সনদ জমা দিয়েছিলেন; যাদের মধ্যে ১২ জনের নিবন্ধন সনদ ভুয়া হিসেবে চিহ্নিত হয়।
বুধবার এনটিআরসিএ জানিয়েছে, বাকি ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত হলে তার সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।