তার বিরুদ্ধে নয় জেলায় অন্তত ২০টি মামলা হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।
Published : 16 Jul 2023, 07:29 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে যেসব মামলা হয়েছে, সবগুলোর বিচার একসঙ্গে করার আদেশ দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
মামলাগুলোতে চাঁদকে রিমান্ডে নেওয়া বন্ধ করাসহ কয়েকটি নির্দেশনা চেয়ে গত সোমবার (১০ জুলাই) হাই কোর্টে রিট আবেদন করেন তার মেয়ে শিরিন আক্তার। এছাড়া একই অভিযোগে বিভিন্ন জেলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো বন্ধ করার নির্দেশনাও চাওয়া হয় সেই আবেদনে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল ও মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
আদালত রিমান্ড বিষয়ে কোনো আদেশ দিয়েছে কি না- জানতে চাওয়া হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ক্ষেত্রে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত জানিয়েছে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ জেলা ও মহানগর বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা।
গত ২৫ মে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় থেকে পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ তাকে কয়েক দফা রিমান্ডে নিয়েছে।
এই অভিযোগে ঢাকার চকবাজার থানায় হওয়া এক মামলার রিমান্ড আবদনের শুনানিতে চাঁদের পক্ষের আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম জানিয়েছেন, বিএনপির এই নেতার বিরুদ্ধে নয় জেলায় অন্তত ২০টি মামলা হয়েছে।
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার