বিএনপিপন্থি ৭ আইনজীবীকে আপিল বিভাগে তলব

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 12:40 PM
Updated : 15 Nov 2023, 12:40 PM

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল-সমাবেশ করার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপিপন্থি সাত আইনজীবীকে তলব করেছে আপিল বিভাগ।

আগামী ১৫ জানুয়ারি তাদের আদালতে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এ আদেশ দেয়।

ওই সাতজন হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

গত ২৯ অগাস্ট আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির এই সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

আইনজীবী নাজমুল হুদার পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি; বুধবার তিনিই এ আবেদনের পক্ষে শুনানি করেন।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ‘ হিসেবে বর্ণনা করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুইজন বিচারকের বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওই দুইজন বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি সমর্থক সংগঠনটি। এ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশও হয়েছে।

বুধবারের আদেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাই কোর্টের রায় কঠোরভাবে অনুসরণ করতে বলেছে।

গত ১০ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তিন দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রশাসন শাখা।

পুরনো খবর:

Also Read: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

Also Read: সুপ্রিম কোর্ট বারে ভাংচুর: ১৮ জনের নাম দিয়ে থানায় মামলা

Also Read: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর