এর আগে লাগানো ব্যানার-ফেস্টুন ৩ দিনের মধ্যে সরিয়ে ফেরতে বলা হয়েছে।
Published : 11 Oct 2023, 08:06 PM
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তিন দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের প্রশাসন শাখা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানির স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়।”
অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, “ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পোস্টার ও ব্যানার লাগিয়ে থাকলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী তিন দিনের মধ্যে তা অপসারণের জন্য বলা হল।”