মামলায় কারা আসামি, তাদের নাম জানাতে চাননি শাহবাগের ওসি।
Published : 03 Aug 2023, 08:23 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভাংচুরের ঘটনায় আসামির তালিকায় ১৮ জনের নাম দিয়ে শাহবাগ থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের মধ্যে সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর হয়। আওয়ামী লীগের আব্দুর নূর দুলাল এখন সম্পাদকের পদে রয়েছেন।
সেই ঘটনায় সন্ধ্যায় মামলার খবর দেন শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলা, ভাংচুর, চুরির ঘটনার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসাবে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০- ৫০ জনের কথা বলা হয়েছে।”
কার কার নাম দেওয়া হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি ওসি।
সুপ্রিম কোর্ট বারের সহকারী সুপারিনটেন্ডেন্ট রফিকুল্লাহ বাদী হয়ে এই মামলা করেন।
সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন শেষে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিছিল বের করে।
প্রায় একই সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল বের করলে বেলা ২টার দিকে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে দুই পক্ষের মিছিল মুখোমুখি হয়।
এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, হট্টগোল ও ধাক্কাধাক্কি থেকে ভাংচুরের ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বিএনপির আইনজীবীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, “তারাই এ ঘটনা ঘটিয়েছে। তারা আমার ও সম্পাদকের কক্ষের নেমপ্লেটও খুলে ফেলেছে।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সমিতির সাবেক সম্পাদক বিএনপির রুহুল কুদ্দুস কাজল বলেন, “তারা (আওয়ামী লীগ সমর্থক) নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”