পোস্টের কমেন্ট বক্সে আসিফ লিখেছেন, “ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।”
Published : 28 Oct 2024, 07:57 PM
সঙ্গে বড়শি না থাকায় ‘শেখ হাসিনার পুকুরে’ (গণভবনের পুকুরে) মাছ ধরতে পারেননি বলে পরিহাস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার গণভবনের পুকুর পাড়ে বসা অবস্থার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আসিফ। ওই ছবিতে তার সঙ্গে ছিলেন আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ছবির ক্যাপশনে আসিফ লিখেছেন, “এক দুপুরে, হাসিনার পুকুরে...।”
ক্যাপশনের নিচে লিখেছেন, “বি. দ্র. : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।”
পোস্টের কমেন্ট বক্সে আসিফ লিখেছেন, “ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।”
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গণভবনের মাঠে চাষবাষ করে কী কী ফলিয়েছেন, সেই খতিয়ান বিভিন্ন বক্তৃতায় দিতেন। গণভবনের লেক থেকে তার বরশি দিয়ে মাছ ধরার একটি ছবিও একবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
দৃশ্যত, হাসিনার সেই ছবির প্রতি ইংগিত করেই ‘মাছ ধরতে না পারার’ পরিহাস করেছেন তরুণ উপদেষ্টা আসিফ।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের প্রায় তিন মাস পর সোমবার গণভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মো. ইউনূস।
এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। গণভবন ঘুরে দেখার ফাঁকে কোনো এক সময় পুকুর পাড়ে ছবিটি তোলা হয়।
প্রবল গণআন্দোলনে গেল ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর জনরোষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া তার সরকারি বাসভবন ‘গণভবন’কে দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদেরকে জাদুঘর বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে প্রস্তাব চূড়ান্ত করতে বলেছেন।