রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে মিয়ানমারের উপর বিদেশিদের চাপ হিতে বিপরীত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
Published : 10 Feb 2024, 04:10 PM
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মুখেও পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ জাতীয় স্বার্থ রক্ষায় অটল থাকে বলে মনে করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এই অবস্থানের জন্য সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, “আমরা সাধুবাদ জানাই, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপের মুখেও আমাদের বাংলাদেশি বন্ধুরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুধু জাতীয় স্বার্থের মাধ্যমে চালিত হয়ে থাকে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি এ বক্তব্য দেন।
ল্যাভরভ বলেন, জাতিসংঘ, আসিয়ান রিজিওনাল ফোরাম এবং কনফারেন্স অন ইন্টার্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং ইন এশিয়াসহ (সিকা) বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া ও বাংলাদেশ ‘নিবিড়ভাবে’ সহযোগিতা করে থাকে।
রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে মিয়ানমারের উপর বিদেশিদের চাপ হিতে বিপরীত হতে পারে বলেও মন্তব্য করেন ল্যাভরভ।
বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধান করা দরকার উল্লেখ করে তিনি বলেন, “বাইরের শক্তি একটি পক্ষের উপর চাপ প্রয়োগ করছে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমি বিশ্বাস করি, এটা একইসঙ্গে হিতে বিপরীত এবং অগ্রহণযোগ্য।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)