আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে।
Published : 19 Aug 2024, 12:22 AM
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুত ও তাদের চিকিৎসা পর্যবেক্ষণ করতে মেডিকেল টিম গঠন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার আনুষ্ঠানিকভাবে টিমের সদস্যদের নাম ঘোষণা করা হবে।
রোববার রাত সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদা বুশরা।
তিনি জানান, রোববার সকালে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। সেখানে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতকরণ, সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন ও দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।
এ কাজগুলো সমন্বয় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম।
নাহিদা বুশরা বলেন, “সভায় আমরা সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে কালক্ষেপণের বিষয়ে আলোকপাত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এছাড়া বিভিন্ন হাসপাতালে গিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টিও উত্থাপন করা হয় এবং এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
“ভুয়া সমন্বয়ক পরিচয়ে সব ধরনের জালিয়াতি বন্ধে কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে শুধু কেন্দ্রীয় মেডিকেল টিমের প্রকাশিত সদস্যদের বা তাদের প্রতিনিধিদলের হাসপাতালে প্রবেশের অনুমতি নিয়ে আলোচনা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা একটি কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছি।”
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের অনুমতি ও সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান নাহিদা।
মেডিকেল টিম গঠনের ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা আশা করছি, সরকার শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সমন্বয় করে স্বাস্থ্যখাতের এই দুর্দশা থেকে উত্তরণের উপায় খুঁজবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা প্রকাশ করবে।
“কোনো ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, দেশ সংস্কারের মতো স্বাস্থ্যখাতও খুব শিগগিরই সংস্কার হবে।”
সংবাদ সম্মেলনে মেডিকেল টিমের উপদেষ্টা ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সভাপতি আখতার হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়ভাবে কোনো ফান্ড কালেকশন করছে না। আমরা খবর পেয়েছি সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকে ফান্ড রেইজ করছে। আমরা বলতে চাই, এভাবে কোনো ব্যক্তিকে আপনারা ফান্ড দেবেন না। প্রয়োজনে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। কোনো ব্যক্তির মাধ্যমে ফান্ড দেবেন না।”
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সদস্য আতাউর রহমান রাজিব, মনিরুজ্জামান ও আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান উপস্থিত ছিলেন।