দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
Published : 15 Apr 2025, 04:02 PM
অনলাইন জুয়ার সব ওয়েবসাইট, লিংক, গেইটওয়ে দ্রুত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিস দিয়েছে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট।
মানবাধিকার সংগঠনটির তরফে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব মঙ্গলবার ই-মেইলে এই নোটিস পাঠান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের মহাপরিদর্শককে এ নোটিস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব লিংক, সাইট, গেটওয়ে, অ্যাপ্লিকেশন বন্ধ বা ব্লক করতে হবে।
গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন যাতে অনলাইন জুয়ার কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার বা প্রসার করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
অনলাইন জুয়ার প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিস্ট তারকা, টাকা লেনদেনকারী মোবাইল ব্যাংকিং কোম্পানি এবং তপসিলি ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিসে। গুগল, ফেইসবুক, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপসহ কোনো সোশাল মিডিয়ার মাধ্যমে যাতে জুয়া সংশ্লিষ্ট কোনো সাইটে ঢোকা না যায় তা নিশ্চিত করতে হবে।
অনলাইন জুয়া প্রতিরোধে স্পেশাল মনিটরিং সেল গঠন করতে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে আইনি নোটিসে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে হাই কোর্টে রিট মামলা করা হবে বলে সতর্কও করা হয়েছে।
নোটিসে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী যেকোনো ধরনের জুয়া খেলা বেআইনি ও অপরাধ। কিন্তু নোটিস গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে অনলাইন জুয়া বাংলাদেশের মহামারী আকার ধারণ করেছে। বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। হাতে হাতে স্মার্টফোন ও ইন্টারনেট থাকায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কোমলমতি শিশুরাও জুয়ায় আসক্ত হচ্ছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।