তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
Published : 04 Mar 2025, 04:04 PM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামেই পরিচিত।
বুধবার সকালে ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন।
সি আর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সি আর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক।
রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্বর মত বিষয় রয়েছে তার গবেষণার বিষয়ের মধ্যে।
এক সময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বেও সামলেছেন অধ্যাপক আবরার।
ক্ষমতার পালাবদলের পর গতবছরের শেষভাগে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সেখানে সদস্য হিসেবে ছিলেন সি আর আবরার।
নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বঙ্গভবন।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোজাফফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাল আমরা একটি গাড়ি প্রস্তুত রেখেছি।”
প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন।
সবশেষ গত ১০ নভেম্বর তিনজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। তাদের মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। আর রাজনীতিতে যোগ দিতে গত ২৬ ফেব্রুয়ারি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।
বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে তিনজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।