এ কর্মসূচি দেশের প্রত্যেক জেলায় চলবে।
Published : 28 Mar 2025, 07:02 PM
‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি হাতে নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলার আহতরা আর্থিক সুবিধা পাবেন।
রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সেখানে স্নিগ্ধ বলেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে ইতোমধ্যেই আমাদের একটি প্রোগ্রাম চালু করা হয়েছে।
“প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা এ কার্যক্রমটি পরিচালনা করেছি, যেন প্রত্যেক বিভাগে গিয়ে আমরা শহীদ পরিবারের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পারি।”
তিনি বলেন, “আমরা নতুন একটি কর্মসূচি হাতে নিয়েছি, যেটি হলো ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’। এ কর্মসূচি দেশের প্রত্যেক জেলায় কার্যকর থাকবে। প্রতিটি জেলায় আমাদের যে আহত ভাই-বোন রয়েছে, তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।”
স্নিগ্ধ বলেন, “জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।”
জুলাই গণআন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।