সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয় বলে বিজিবির ভাষ্য।
Published : 16 Sep 2024, 02:59 PM
ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।
সোমবার দুপুর ১২টায় তাকে আটক করা হয় বলে জানিছেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, বিবির বাজার সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম শাহাবুদ্দিন বলে জানা যায়। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।
এদিনই ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করার কথা জানায় পুলিশ।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি।
ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, “সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়।”
আটক বাকি দুজন হলেন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকারের চালক সেলিম।
ওসি চাঁন মিয়া বলেন, “তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।”