Published : 03 May 2025, 10:08 PM
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।
শনিবার আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ দাবি জানানো হয়।
এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করতে খসড়া অধ্যাদেশে গত ১৭ এপ্রিল অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বাকি প্রক্রিয়া শেষ করে তা দ্রুত জারি হওয়ার কথা বলছে সরকার।
অধ্যাদেশের খসড়া অনলাইনে এলে তা দেখে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
আলাদা করার ক্ষেত্রে এনবিআরের কর্মকর্তারা যেসব মতামত রাজস্ব সংস্কারের পরামর্শক কমিটিকে দিয়েছিলেন, তার ‘প্রতিফলন’ খসড়া অধ্যাদেশে না মেলায় সেটি বাতিলের দাবি জানিয়ে আসছেন এ দুই ক্যাডারের কর্মকর্তারা।
এর অংশ হিসেবে গত শনিবার বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনও একটি ইজিএম করে তাদের দাবি প্রকাশ করে।
কর ক্যাডারদের ইজিএমে অধ্যাদেশের 'খসড়া' বাতিল ছাড়াও এনবিআর বিলুপ্ত না করা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের আলোচনার দাবি উঠেছে।
এছাড়া চলতি সপ্তাহেই আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশনের যৌথ ইজিএম করার মত এসেছে।
ইজিএমে আয়কর ক্যাডারের সকল ব্যাচ থেকে একজন কর্মকর্তা তাদের ব্যাচের পক্ষ থেকে দাবি ও তার সপক্ষে যৌক্তিকতা তুলে ধরেন।
বিকাল ৪টায় শুরু হয় ইজিএম। তাতে এনবিআরের সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি করা হয়।
এছাড়া অংশীজন হিসেবে আয়কর ও কাস্টমস ক্যাডারের সদস্যদের মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশের খসড়া জারির দাবি ওঠে।
রাজস্ব নীতি পৃথক করার ক্ষেত্রে আলাদা কমিশন বা বোর্ড রাখারও দাবি আসে তাদের তরফে।
৫৩ বছর আগে প্রতিষ্ঠিত এনবিআরকে ভেঙে ফেলাকে 'রাষ্ট্রের বৃহৎ স্বার্থবিরোধী' বলে মনে করেন আয়কর কর্মকর্তারা।
'প্রধান উপদেষ্টার গঠিত সংস্কার কমিটির স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজস্ব বিরোধী প্রস্তাবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন' বলেও বক্তব্য আসে সেখানে।
আরও পড়ুন
এনবিআরের দুই ভাগ: কর্মকর্তাদের ক্ষোভ, ‘অধ্যাদেশ জারি না হওয়ার’ আশ্বাসে ফিরলেন
এনবিআর ভাগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত 'প্রতিফলিত না হওয়ার' দাবি