সিলেট অঞ্চলে নদীর পানি কমতে শুরু করলেও উত্তরে বাড়ছে।
Published : 21 Jun 2024, 07:10 PM
নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি। আর তাতে নেত্রকোণা, সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কিন্তু ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকার নদনদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তর জনপদের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান শুক্রবার বলেন, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
“সেই সঙ্গে রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।”
পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টায় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে কিছু পয়েন্টে বিপৎসীমায় পৌঁছাতে পারে।
গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
শুক্রবার সকাল ৯টায় সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন, সুরমা ও কুশিয়ারা এবং নেত্রকোণা অঞ্চলের সোমেশ্বরী নয়টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে বইছিল। এর মধ্যে সাতটি পয়েন্টে পানি আগের দিনের তুলনায় কমেছে।
অন্যদিকে উত্তরের তিস্তা নদী একটি পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। সেখানে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ৩৬ সেন্টিমিটার।
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এসব অঞ্চলের নদীর পানি আরো বাড়বে।
পানি সমতল স্টেশন |
নদীর নাম |
বিপৎসীমা (মিটার) |
পানির সমতল (মিটার) |
২৪ ঘণ্টায় বৃদ্ধি (সে.মি.) |
বিপৎসীমার উপরে (সে.মি.) |
কাউনিয়া |
তিস্তা |
২৮.৭৫ |
২৯.২৭ |
+৩৬ |
+৫২ |
কানাইঘাট |
সুরমা |
১২.৭৫ |
১৩.৩৬ |
-১৯ |
+৬১ |
সিলেট |
সুরমা |
১০.৮০ |
১০.৯৪ |
-১৫ |
+১৪ |
সুনামগঞ্জ |
সুরমা |
৭.৮০ |
৭.৮৬ |
-২০ |
+০৬ |
আমলশীদ |
কুশিয়ারা |
১৫.৪০ |
১৫.৯৫ |
-৩২ |
+৫৫ |
শেওলা |
কুশিয়ারা |
১৩.০৫ |
১৩.১৩ |
-৩৪ |
+০৮ |
শেরপুর-সিলেট |
কুশিয়ারা |
৮.৫৫ |
৮.৭৮ |
+০৪ |
+২৩ |
মারকুলি |
কুশিয়ারা |
৭.০৫ |
৭.৩৯ |
+০৪ |
+৩৪ |
দেরাই |
পুরাতন সুরমা |
৬.৫৫ |
৬.৮৫ |
-০২ |
+৩০ |
কলমাকান্দা |
সোমেশ্বরী |
৬.৫৫ |
৬.৯৫ |
-০৭ |
+৪০ |
পাঁচদিন পর শুক্রবারের রৌদ্রোজ্জ্বল সকাল স্বস্তি এনেছে সিলেট জেলার মানুষের মনে।এ জেলার ১৩টি উপজেলায় ৬৯৮টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে ৩৬১ আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ৭৮৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
নদীর পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। এ জেলার ৬৯৪টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন ২৩ হাজার ৮৪৯ জন।
বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বন্যার পানিতে পড়ে জেলা তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে।
গত কয়েকদিনের বন্যায় দুর্ভোগ আর দুর্দশায় পড়েছে এসব জেলার লাখো মানুষ। ঘরের জিনিসপত্র নষ্ট হওয়া থেকে শুরু করে চুরির ভয় আর গবাদিপশু নিয়ে অনিশ্চিয়তার পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়ছে তাদের।
বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সারা দেশের সঙ্গে সিলেট বোর্ডেও ৩০ জুন এ পরীক্ষা শুরুর কথা ছিল।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনার মেহেরপুরে দেশের সর্বোচ্চ ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে।
এই সময়ে কক্সবাজারে ৮৭, বাগেরহাটের মোংলায় ৮৫, মাদারীপুরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল জয়পুরহাটে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পুরনো খবর
রৌদ্রোজ্জ্বল সিলেটে স্বস্তি, কমছে বন্যার পানি