Published : 01 Jul 2024, 12:07 PM
কলকাতার দর্শনা বণিক তার বাংলাদেশ সফর কেবল সিনেমার অভিনয়ে আবদ্ধ রাখতে চাইছেন না। এবার তিনি অভিনয় করেছেন ঢাকার নাটকে।
'ইতিবৃত্ত' শিরোনামের নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকার অভিনেতা ইয়াশ রোহান। নাসির খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
‘ইতিবৃত্ত’ প্রকাশ হয়েছে ইউটিউবে।
পরিচালক রিংকু গ্লিটজকে বলেন, “ভালো সাড়া পাচ্ছি। নাটক দেখার পর প্রশংসা করে অনেকে সোশাল মিডিয়ায় কাজটি নিয়ে কথা বলছেন। অনেকে রিভিউ দিচ্ছে। রোশানের সঙ্গে দর্শনা বণিকের উপস্থিতি, সব মিলিয়ে ভালো কিছুই হয়েছে।”
মাদকে আসক্ত বৃত্ত নামের এক তরুণ এবং তার প্রেমিকা ইতির প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘ইতিবৃত্ত’। বৃত্তকে সবকিছুর বিনিময়ে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান ইতি। বৃত্ত যখন সুস্থ হওয়ার পথে, তখন দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ইতি ও বৃত্তর পাওয়া, না পাওয়া ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলে নাটকটি।
এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শিল্পী সরকার অপু,শহীদুজ্জামান সেলিম, সমু চৌধুরী, সমাপ্তি মাসুকসহ অনেকে।
কলকাতার এই অভিনেত্রী 'অন্তরাত্মা', 'অপারেশন সুন্দরবন' ও 'ওমর' নামে বাংলাদেশের তিনটি সিনেমায় অভিনয় করেছেন।
এই চরিত্রের জন্য দর্শনাকে উপযুক্ত মনে হল কেন? রিংকু বললেন, " ঢাকা ও কলকাতার দুই জায়গার শিল্পীদেরই একে অন্যের দেশে সিনেমা এবং ওটিটিতে কাজ করতে দেখা যাচ্ছে। তাহলে নাটক কেন বাদ যাবে? গল্প নিয়ে যখন আমরা নিজেরা কয়েকজন আলোচনা করছিলাম, তখন ভেবেছি ছোটপর্দার পরিচিত কোনো মুখ না নিয়ে ভিন্ন কাউকে নেওয়া যেতে পারে। তারপর দর্শনার কথা মাথায় আসে। এরপর দর্শনার সঙ্গে যোগাযোগ করে তাকে গল্প পাঠাই। তিনি পড়ার পর রাজি হয়ে যান।"
দর্শনা বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক বলে জানান রিংকু।
“নাটক ও ফিকশনধর্মী কোনো কাজে দর্শনার অভিনয় করার ইচ্ছা আগে থেকেই ছিল। সেই জায়গা থেকে আমার জন্য কাজটি সহজ হয়ে গিয়েছে। ঈদের আগে শিডিউল নিয়ে নাটকের শুটিং শেষ করি"।
সবসময় শোনা যায় নাটকের বাজেট কম থাকে, সেই জায়গা থেকে কলকাতার শিল্পীকে নিয়ে কাজ করতে সমস্যা হয়নি?
দর্শনাকে ‘সহযোগী মনোভাবের’ অভিনেত্রী হিসেবে বর্ণনা করে পরিচালক বলেন, "স্ক্রিপ্ট পাঠানোর পর আমরা বাজেটের বিষয়টা জানিয়ে নিয়েছিলাম। কারণ সিনেমার সঙ্গে নাটকের তুলনা করলে তো হবে না। চরিত্রের জন্য যতটুকু বাজেট ছিল সেটা জানানো হয়। সমস্যা হয়নি। কারণ সিনেমার শুটিং তারা অনেক সময় নিয়ে করে, আর নাটকের শুটিং তো তিনদিনে হয়ে যায়।”
নাটক রিলিজ পাওয়ার পর থেকেই বেশ খুশি দর্শনা। দেখলাম রিভিউ সোশাল মিডিয়ায় শেয়ার দিচ্ছে।”