রাজধানীতে ঘুমন্ত স্ত্রীকে 'মাথায় আঘাত করে হত্যা', স্বামী আটক

ওই নারীকে ‘ঘুমের মধ্যে মাথায় আঘাত করে’ খুন করা হয়েছে বলে মুগদা থানার এসআই মো. আবু সালেহ জানান।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 11:08 AM
Updated : 10 Nov 2023, 11:08 AM

রাজধানীর মুগদায় 'দাম্পত্য কলহের জেরে' স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৫), পেশায় তিনি ব্যবসায়ী।

শহিদুল ইসলাম তার স্ত্রী পিংকিকে (৩০) 'ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে' খুন করেছেন বলে মুগদা থানার এসআই মো. আবু সালেহ জানান।

দুই মেয়েকে নিয়ে মুগদার মান্ডা কদম আলী ঝিল পাড় আব্দুল মজিদ হাজী বাড়িতে ভাড়া থাকতেন এই দম্পতি; পিংকির গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।

স্থানীয়দের দেওয়া খবরে শুক্রবার সকালে পুলিশ পিংকির লাশ উদ্ধার করে শহিদুলকে আটক করে থানায় নিয়ে আসে।  

এসআই সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। ওই কলহের জের ধরে পিংকি তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিত।

“আমরা জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জেনেছি শহিদুল ঘুমন্ত স্ত্রী পিংকিকে ভারি কিছু দিয়ে মাথায় ও মুখে আঘাত করে হত্যা করেছে।”

শহিদুলকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

পিংকির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।