সৌদি-ইরান কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনকে স্বাগত জানাল ঢাকা

চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপন করছে মধ্যপ্রাচ্যে বৈরী দুই মুসলিম দেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 07:46 PM
Updated : 12 March 2023, 07:46 PM

সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার রাতে এক বিবৃতিতে সরকারের এই অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রেমী দেশ এবং দুই ভ্রাতৃপ্রতীম দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।”

বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে চার দিনের আলোচনার পর শুক্রবার একটি চুক্তির ঘোষণা আসে; চুক্তির আগে ওই আলোচনার খবর প্রকাশ্যে আসেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পর্ক পুনর্স্থাপনে সৌদি আরব ও ইরানের আকস্মিক চুক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার সম্ভাব্য পথ আর ইয়েমেনে যুদ্ধবিরতি নিশ্চিতের সুযোগসহ যুক্তরাষ্ট্রকে কৌতূহলী হয়ে ওঠার অনেক উপাদানই দিচ্ছে।

Also Read: বৈরিতা ভুলে এক হচ্ছে ইরান-সৌদি আরব, ফের চালু হচ্ছে দূতাবাস

এতে আরও একটি উপাদান আছে, যা ওয়াশিংটনের কর্মকর্তাদের ব্যাপক অস্বস্তিতে ফেলেছে। সেটি হল- শান্তির মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকা, তাও এমন এক অঞ্চলে যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবের কথা সুবিদিত।

সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপনকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এটা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও বিরোধ কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।

“এবং (এটা) মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম জনগণের মঙ্গলের জন্য দীর্ঘ মেয়াদী ও টেকসই শান্তির পথ তৈরি করবে।”

আলোচনায় মধ্যস্ততা এবং অভাবনীয় সাফল্যের ক্ষেত্রে ভূমিকার জন্য চীন, ইরাক এবং ওমানের প্রশংসা করেছে বাংলাদেশ সরকার।