গাইবান্ধা উপ নির্বাচনে পুনর্ভোটের আগে ইভিএম ব্যবহার বিষয়ে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
Published : 04 Jan 2023, 08:24 AM
অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ নির্বাচনের পুনর্ভোটেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার ব্যবস্থা হয়েছে; সেই সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে চলছে নজরদারি।
তীব্র শীতের মধ্যেও বুধবার সকাল সাড়ে ৮টায় এ নির্বাচনী এলাকার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি ভোট কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।
পুনর্ভোটের আগের দিন ইভিএম ব্যবহার বিষয়ে একটি ‘বিশেষ পরিপত্র’ জারি করেছে নির্বাচন কমিশন।
ভোটার যাচাই
নির্দিষ্ট ভোটকেন্দ্রে যাওয়ার পর ভোটার নম্বরের ভিত্তিতে খুঁজে নিতে হবে ভোটকক্ষ। লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে পৌঁছানোর পর যাচাই করা হবে পরিচয়।
কয়েকটি উপায়ে ভোটারের পরিচয় শনাক্ত করতে পারেন সহকারী প্রিজাইডিং অফিসার।
# স্মার্ট কার্ড ব্যবহার করে
# দশ ডিজিটের স্মার্ট কার্ডের নম্বর মিলিয়ে
# ১৭ ডিজিটের লেমিনেটেড এনআইডির নম্বর মিলিয়ে
# ১২ ডিজিটের ভোটার নম্বর মিলিয়ে
এর কোনো এক পদ্ধতিতে তালিকায় ভোটারের নাম শনাক্ত করার পর মেলানো হবে তার আঙুলের ছাপ।
ছাপ সঠিক হলে ভোটারের ছবি ও ভোট তথ্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সামনে একটি মনিটরে ভেসে উঠবে। প্রার্থীর পোলিং এজেন্ট ও ভোটার তা দেখতে পাবেন।
কন্ট্রোল ইউনিট থেকে আঙুলের ছাপ মিললে একজন পোলিং অফিসার ভোটার তালিকায় তার নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাখবেন। আরেকজন পোলিং অফিসার ভোটারের আঙুলে লাগিয়ে দেবেন অমোচনীয় কালি।
এরপর সেই ভোটারকে ইভিএমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
কোনো কারণে আঙুলের ছাপ না মিললেও সহকারী প্রিজাইডিং অফিসার বিধি মেনে মোট ভোটারের সর্বোচ্চ ১ শতাংশকে ভোটার হিসেবে শনাক্ত করে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করতে পারবেন।
এরপর ভোট
পরিচয় যাচাই শেষে সহকারী প্রিজাইডিং অফিসার ওই ভোটারের জন্য ইলেকট্রনিক ব্যালট ইস্যু করবেন।
ভোটিং মেশিনের মাধ্যমে গোপন কক্ষে রক্ষিত ইলেকট্রনিক ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করা হবে। এরপর ভোটারকে পাঠানো হবে গোপন কক্ষে।
গোপন কক্ষে প্রবেশ করে ভোটার ব্যালট ইউনিটের স্ক্রিনে প্রার্থীদের নাম ও প্রতীক দেখতে পাবেন। প্রত্যেক প্রতীকের পাশে থাকবে একটি করে সাদা বোতাম।
যাকে ভোট দিতে চাইবেন, তার মার্কার পাশের সাদা বোতামে চাপ দিলেই তা সিলেক্ট হয়ে যাবে। এরপর ব্যালট ইউনিটের নিচে CONFIRM লেখা সবুজ বোতামে চাপ দিলেই ভোট দেওয়া হয়ে যাবে।
CONFIRM লেখা সবুজ বোতামে চাপ দেওয়ার আগে ভোটার সর্বোচ্চ দুইবার তার পছন্দ বদলানোর সুযোগ পাবেন। তৃতীয় যে সাদা বোতামে তিনি চাপ দেবেন, সেটাই তার পছন্দের মার্কা হিসেবে মেশিন গ্রহণ করবে।
ভোট দেওয়া শেষে তিনি চলে যেতে পারবেন।
ভোটতথ্য
· ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসনে ভোটার মোট ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।
· ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোট হচ্ছে।
· প্রার্থী যারা: মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ-নৌকা), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি-লাঙ্গল), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা-কুলা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র-আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র-ট্রাক)।
এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
পুরনো খবর
কনকনে শীত আর কড়া নজরদারিতে পুনর্ভোটে গাইবান্ধা
গাইবান্ধায় ভালো ভোটের জন্য এবার যা যা আয়োজন
গাইবান্ধায় পুনর্ভোটেও অনিয়মকে ‘প্রশ্রয় দেবে না’ ইসি
গাইবান্ধা-৫ উপনির্বাচনের পুনর্ভোট: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো সরঞ্জাম