Published : 17 Nov 2024, 09:08 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা রোববার এ আদেশ দেন।
এদিন আরিফ হাসানকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, “আরিফ হাসানের নির্দেশে, প্রত্যক্ষ মদদে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। তিনি অর্থ সহায়তা করেছেন। আওয়ামী লীগের অর্থ যোগানদাতাও তিনি। পুলিশ যৌক্তিক রিমান্ড আবেদন করেছে।”
এরপর আরিফ হাসানের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “আরিফ হাসান আওয়ামী লীগের কেউ না। বলা হচ্ছে উনি আওয়ামী লীগের অর্থের যোগানদাতা। ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার টাকা কামিয়ছে। তাদের আবার অর্থের যোগানদাতা লাগে? ঢাকায় যে বিল্ডিং (পার্টি অফিস) করছে কত টাকা দিয়ে। আরিফ হাসান আওয়ামী লীগের কেউ না। তিনি কেন টাকা দিতে যাবেন? আর ঘটনার আড়াই মাস পর এ মামলা। এয়ারপোর্ট থেকে সন্দেহের বশে আটক।”
তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সুফল চাই। পুলিশ কি আগের জায়গায় থাকবে? আগে গ্রেপ্তার করে বলত বিএনপির অর্থদাতা। এখন বলছে আওয়ামী লীগের অর্থদাতা। ২০ বছর পরও কি একই অবস্থা থাকবে? যারা হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বিচার হবে। আর ঘটনার সময় তিনি সিঙ্গাপুরে ছিলেন। সেখানে থেকে কীভাবে ডিরেকশন দিলেন রিমান্ড ফরওয়ার্ডিংয়ে তাও উল্লেখ নেই।”
এ আইনজীবী বলেন, “পুলিশ আগে যা করছে। আন্দোলনের পর কিছুটা ভয় পাইছে। থানায় যেতে পারেনি। এখন আবার অপকর্ম করছে। আরিফ হাসান আওয়ামী লীগের ১৭ বছরের সুবিধাভোগী না। তার রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।”
আরেক আইনজীবী তুহিন হাওলাদার বলেন, “আমরাও এ ঘটনার বিচার চাই। তবে যারা ঘটিয়েছে, ঘটনায় যারা সম্পৃক্ত, তাদের বিচার হোক। রাষ্ট্রপক্ষ এত কিচ্ছা কাহিনী বলে গেল। আর তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিক কারণ থাকতে হবে। ঘটনার সময় তিনি সিঙ্গাপুরে ছিলেন। ওমরা হজ পালন করতে যাচ্ছিলেন। বিমানবন্দর থেকে ধরে এনে এ কাজ করেছে। আমরা ন্যায়বিচার চাই।”
তিনি বলেন, “আমরা জিজ্ঞাসাবাদের বিপক্ষে না। এসব ঘটনায় সম্পৃক্ত মামলায় অন্যান্য আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে। কিন্তু তার জন্য করেছে তিন দিন। কী কারণে করেছে। নিশ্চয় গুরুত্ব কম বিধায় তিন দিনের রিমান্ড আবেদন। তিনি জটিল রোগে আক্রান্ত। জামিনের প্রার্থনা করছি।”
শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
শনিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আরিফ হাসানকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব নামের এক তরুণ। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যচেষ্টার মামলা করেন।
গত ৬ নভেম্বর বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সংগঠনটির সম্পাদক নির্বাচিত হন আরিফ হাসান।
গত বছরের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আরিফ হাসানের ১৫টি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৪১ কোটি ১ লাখ ২১ হাজার ৭৪২ টাকা অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।