ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে।
Published : 10 Jun 2024, 07:34 PM
ঈদযাত্রায় বিআরটিসি দেশের বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে।
আগামী ১৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল’ সেবা চালু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটি। এই সেবা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
বিআরটিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে অন্য বছরের মতো বিআরটিসি মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ১৩ জুন থেকে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ আয়োজন করেছে।
এজন্য সোমবার থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিপো থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। টিকেট থাকলে যাত্রার আগেও কেনা যাবে। এবারের ঈদে সারাদেশে বিআরটিসির ছয়শর বেশি বাস বিভিন্ন রুটে চলাচল করবে।”
ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। ঢাকার বাইরের বিভিন্ন ডিপো থেকেও বিক্রি হবে আগাম টিকেট।
কোন ডিপো থেকে কোন রুটের বাসের টিকেট পাওয়া যাবে সে তালিকাও দিয়েছে বিআরটিসি।
মতিঝিল ডিপো থেকে রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, কলমাকান্দা রুটের; কল্যাণপুর ডিপো থেকে রাজশাহী, নওগাঁ, নেত্রকোণা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাগরপুর, পাটুরিয়া, নালিতাবাড়ী রুটের বাস ছাড়বে।
গাবতলী ডিপো থেকে যাবে রংপুর, ভাটিয়াপাড়া, পাটুরিয়ার রুটে বাস।
জোয়ারসাহারা ডিপোর নিয়ন্ত্রণে চলবে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া রুটের বাস।
মিরপুর ডিপোর আওতায় ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, স্বরূপকাঠি, গোপালগঞ্জ, বগুড়া রুটের বাস চলাচল করবে।
মোহাম্মদপুর ডিপো থেকে চলবে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বগুড়া, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটের বাস।
বিআরটিসি জানিয়েছে, ঈদের সময় যাত্রীদের পরিবহনের জন্য চাইলে বিআরটিসির বাস রিজার্ভ করা যাবে। সেজন্য সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করতে হবে।