গেল বছরের অক্টোবরে বাংলাদেশে কুতুবউদ্দিন আহমেদকে দেশটির অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয় তিমুর-লেস্তের সরকার।
Published : 19 Jan 2025, 04:20 PM
বাংলাদেশে পূর্ব তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ।
শেলটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম তার স্বীকৃতির আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।
গত বছরের অক্টোবরে বাংলাদেশে কুতুবউদ্দিন আহমেদকে অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয় তিমুর-লেস্তের সরকার।
কুতুবউদ্দিন আহমেদ বলেন, “এর মাধ্যমে বাংলাদেশ এবং তিমুর-লেস্তের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের আনুষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
“দ্বিপাক্ষিক বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্বে আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ উভয় দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন। টেক্সটাইল, তৈরি পোশাক, আবাসন, নির্মাণ, সিরামিকস, এভিয়েশনসহ বিভিন্ন শিল্পে জড়িত তিনি।
শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি এবং এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ব্যবসায়ী। ২০১৬ সালে ডিএইচএল- ডেইলি স্টার ‘বছরের ব্যবসায়িক ব্যক্তিত্ব’ পান কুতুবউদ্দিন।
কুতুবউদ্দিন ২০২০ সালে স্প্যানিশ রয়্যাল অর্ডার অফ মেরিটের ‘নাইট অফিসার’ উপাধি পান। তিনি বিজিএমইএ এবং এমসিসিআই’র সাবেক সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব।