নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার ভাই।
Published : 09 Mar 2023, 09:11 PM
ঢাকার রামপুরায় পাঁচতলা একটি ভবনের ছাদে লাগা আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উলন রোডের পলাশবাগে ওই ভবনের ছাদের একটি ঘরে অগ্নিকাণ্ডে আব্দুল হাই জামালী বিপু (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ফায়ার সার্ভসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীদের জানিয়েছেন তার ভাই আবু সাইদ সোহাগ।
ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার কিছু আগে ওই ভবনে আগুন লাগার খবর আসে নিয়ন্ত্রণ কক্ষে। এরপর দুটি ইউনিট গিয়ে রাত ৮টা ২০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ব্যক্তি তার চাচার বাড়ির ছাদে থাকতেন। মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির সঙ্গে থাকা কুকুরও আগুনে মারা গেছে।
বিপু ছাদে কাগজ জমিয়ে রাখতেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের ধারণা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পর ছাদের দরজার তালা ভেঙে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ব্যক্তি যে ঘরে থাকতেন সেখানেও তালা লাগানো ছিল।
ঘরের মধ্যে লাগা আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।