“দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না, আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি,” বলেন তিনি।
Published : 18 Feb 2025, 02:00 PM
রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি, কিন্তু এটাকে আরো উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে।”
মঙ্গলবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি-ওসিদের ‘বার্ষিক গোপনীয় অনুবেদন’ (এসিআর) প্রতিবেদন লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা, এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে?
উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “সব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুব কম।
“আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরো উন্নতি করা যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলেছেন। নৌপুলিশ বৃদ্ধি করার জন্য বলেছেন। গাজীপুরে জনবল বৃদ্ধির কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির জন্য বলেছেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই তো আমরা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছি। এটা তো আপনারা জানেন এবং আপনারা সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।”
অপারেশন ডেভিল হান্ট কত দিন চলবে? স্বরাষ্ট্র উপদেষ্টার সোজাসাপ্টা উত্তর, “যতদিন ডেভিলরা থাকবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের বড় আশা হল, দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না। আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি।
“এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে, এজন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই।”