প্রতি বছরের মত এবারও সব টিকেট বিক্রি হবে অনলাইনে।
Published : 07 Mar 2025, 08:39 PM
রোজার ঈদ ঘিরে ঘরমুখো মানুষের জন্য এবার সাত দিন ধরে অনলাইনে আগাম টিকেট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ১৪ মার্চ থেকে সেই টিকেট বিক্রি শুরু হতে পারে বলে রেল কর্তৃপক্ষের ঈদ প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়েছে; ওই দিন বিক্রি হবে ২৪ মার্চের টিকেট।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী শুক্রবার বলেন, “ঈদযাত্রায় সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে সভা হবে। সেখানে উভয় কর্তৃপক্ষের প্রস্তাবগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
বাসে ঈদযাত্রা: টিকেট মিলবে ১৪ মার্চ থেকে
প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকেট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট মিলবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট পাওয়া যাবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকেট বিক্রি হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট মিলবে ২০ মার্চ।
রেল কর্মকর্তারা বলছেন, এবারও কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না। সব টিকেট বিক্রি হবে অনলাইনে। আর এবার ঈদ উপলক্ষে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলার কথা রয়েছে। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে।