এর আগে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন।
Published : 03 Aug 2024, 09:50 PM
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে গণভবনে এ বৈঠক চলছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় সভা করছেন।"
এর আগে এদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী
ওই সভায় দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন সরকারপ্রধান।
তিনি বলেন, “কোটা আন্দোলনকারীরা যদি চায়, আমি তাদের সাথে বসব, তাদের কথা শুনব। তাদের দাবি-দাওয়া এ পর্যন্ত মেনে নিয়েছি। আরও কিছু আছে কি না- সেটা আমার শুনতে হবে। আমি সংঘাত চাই না।”