সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, উপজেলা পর্যায়েও ওয়ার্ড রাখার চিন্তা করছেন তারা।
Published : 27 Nov 2024, 05:18 PM
ভোটার তালিকায় নাম-পদবীসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলোতে সংশোধন আনতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের ভোটার তালিকায় গুরুতর সমস্যা রয়েছে জানিয়ে বদিউল আলম বলেন, “পদবীটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। এই সমস্যাটা ব্যাপক। আমার পরিবারের সদস্যদেরও নামে ভুল আছে। এগুলো যাতে সংশোধন করা হয় এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সুপারিশ করব।”
তবে এখনো সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
সংস্কার কমিশনের প্রধান বলেন, বুধবারের সভায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা, উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন সংরক্ষণ করার প্রস্তাব জোরালাভাবে বিভিন্ন সভায় এসেছে।
“একটা কথা তো সুস্পষ্টভাবে এসেছে সমাজে যেন কোনো বৈষম্য না থাকে। আমাদের একটা তথ্যভিত্তিক ধারণা থাকা উচিত আদিবাসীদের সংখ্যা কত- সমতলে কত, পার্বত্য এলাকায় কত, দলিতদের কত, বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা সুস্পষ্ট ধারণা পেতে চাই। দলভিত্তিক স্থানীয় সরকার নয়, এই প্রস্তাবও এসেছে, এই বিষয়ে মোটামুটি সবাই একমত।”
সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, উপজেলা পর্যায়েও ওয়ার্ড রাখার চিন্তা করছেন তারা।
তিনি বলেন, “একটা উপজেলায় ১০টা ইউনিয়ন থাকলে ৩০টা আসন হবে। ৩০ জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান করবেন, ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন। সরাসরি এটা হবে না। জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে আরও বেশি।
“স্থানীয় সরকারের নারীদের সরাসরি নির্বাচন করতে বাধা নাই। তারা পারে না বলেই সংরক্ষিত করা হয়। এখন কোনো ইউনিয়নের ১৩টি ওয়ার্ডেই যদি নারী প্রার্থী আসে কেউ বাধা দিতে পারবে না। আমাদের সুপারিশ এরকম হচ্ছে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান থাকছে না।”